Bangla khub Romantic Golpo আকাশ ভরা জ্যোৎস্না

 
Bangla_khub_Romantic_Golpo_আকাশ_ভরা_জ্যোৎস্না



 আকাশ ভরা  জ্যোৎস্না  

Bangla khub Romantic Golpo আকাশ ভরা জ্যোৎস্না 


khub Romantic Golpo আকাশ ভরা জ্যোৎস্না 
কিছুটা গ্রামের রাস্তা পেরিয়ে এলেই স্টেশন ।তেমন একটা ভিড়ভাট্টা নেই এমন পড়ন্ত বিকেলে। কয়েকটা বেঞ্চ,  
একটা টিকিট ঘর ,জনা কয়েক লোক,একটি বকুল গাছ।আকাশ,দাঁড়িয়ে আছে লোকালের অপেক্ষায় । আজ  
রাতের ট্রেনে ব্যাঙ্গলোর যাবে সে।আর অনতি দূরে মুখ ভার করে আছে জ্যোৎস্না , শ্রাবনের মেঘের মতো ।

চোখ তার ছলছল।মুখ গম্ভীর, এমন কেন হয়!হয়ত জ্যোৎস্না আকাশ কে এতোটাই ভালোবেসে ফেলেছে যে
এক মুহুর্ত্বও ছেড়ে থাকতে পারছেনা ।অথচ কয়েক দিন আগেও জ্যোৎস্না আকাশ কে তেমন একটা পাত্তা দিতে
চায়নি । তবে বন্ধুত্ব মেনে নিয়েছে । অনেক আশায় আকাশ বেশ ফিল্মি কায়দায় প্রোপজ করেছিল।কিন্তু
জ্যোৎস্না তা রিজেক্ট করে দেয়।তাদের ছোট বেলাকার বন্ধুত্ব , বন্ধুত্ব ছাড়া আর কিছুই কোন দিন ভাবেনি  
সে।আকাশও বন্ধুত্বটুকুই মেনে নেয়। আকাশতো মন থেকেই ভালোবেসেছিল জ্যোৎস্নাকে।

 khub Romantic Golpo আকাশ ভরা জ্যোৎস্না 


সূর্যটা পশ্চিমের মাঠে ডুবে যাচ্ছে ।আর কিছুক্ষন পর সে চলে যাবে। আবার কত দিন পর দেখা হবে কে  
জানে !এই ভাবে যেন তাদের মেলামেশার দিনগুলো  ফুরিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে গেল।
যেন বেলা শেষের কাজ সেরে নিজের বাসায় ফিরে যাচ্ছে।এদিকে বুকের ভিতর বিরহ ব্যাথার ঢেউ উঠেছে দুজনেরই।
অথচ কেউ কিচ্ছুটি, বলতে পারছেনা।  

জ্যোৎস্না মাঝে মাঝে আকাশকে দেখছে ।খুব ইচ্ছে করছে তাঁর,যেন জোর করে চেঁচিয়ে বলে দেয় 'ভালবাসি' ।  
সাহস হল না ।অদৃশ্য  কোন শক্তি যেন তার ঠোঁটদুটো চেপে  রেখেছে।শত চেষ্টা করেও বলতে পারলনা ।
অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়ে আকাশের অলক্ষ্যে ঘন ঘন নিশ্বাস নিতে থাকে। যেন বুকের সব ভার নিশ্বাসের  
সাথে বেরিয়ে যেতে চায়।উপরের দিকে মুখ করে ঘন ঘন নিশ্বাসের সাথে অস্ফুটে বেরিয়ে এল- আই লাভ ইউ ।
আকাশ কিছুই শুনতে পেলনা।বড় অস্থির লাগছে  আকাশের মন ।

অবশেষে ট্রেন এসে পৌঁছল ।লগেজ নিয়ে এগিয়ে যাচ্ছে আকাশ ।এমন সময় পিছন থেকে হাতটা চেপে ধরল জ্যোৎস্না ।
–তুমি আমাকে ভুলে যাবেনাতো।
–হ্যাঁ, ভুলেতো যাবনা,কিন্তু একটি দিন তোমাকে আমার বেশি মনে পড়বে ।অমাবস্যার রাতে ।সেদিন হয়ত আকাশে
জ্যোৎস্না থাকবেনা ।কিন্তু এই আকাশের স্মৃতিতে আলোকিত হয়ে রবে সর্বদা ।তুমিও এই আঁধারের আকাশকে
জ্যোৎস্নার মতো আলোকিত রাখতে ভুলনা ।

–না কক্ষনো ভুলবোনা বলেই আকাশের বুকে ঝাঁপিয়ে পড়ল, কক্ষনো না ।  
তখন অনেকটাই সন্ধ্যে হয়ে গিয়েছিল  চাঁদ উঠেছিল বকুল গাছটির পাতার ফাঁকে ,  জ্যোৎস্না আকাশের কাছে
নিজেকে সমর্পন করে দিচ্ছে।হয়ত আকাশ জ্যোৎস্নার অস্ফুট সেই তিনটি শব্দ শুনেছিল ।
হৃদয়ের কথা শুনতে হৃদয়েরই দরকার হয়।
***************************************************

 আরও গল্প                 
Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

এই ব্লগটি সন্ধান করুন