bangla kobita kolome utthan pada bijali


bangla_kobit_ kolome_utthan_pada _bijali


বাস্তুদোষ

উত্থানপদ বিজলী


লোকটির বাস্তুদোষ ছিল
তা না হলে ওভাবে মরে
নিজের ঘরে আগুনে পুড়ে ?
লোকটির বাস্তুদোষ ছিল কিনা 
জানিনা , তবে লোকটি
বড় জ্যোতিষী ছিল।

লোকটির মেয়েটি বিয়ের 
অল্পদিন পরে বিধবা হলো।
কেন ? ভাল কাউকে দিয়ে 
বিয়ের আগে স্বামী-যোগ
গণনা করিয়ে নিতে পারেনি ?
কী বলছেন মশাই , মেয়েটির বাবা তো
একজন নামকরা গণিতজ্ঞ ছিল।

লোকটির স্ত্রী-ভাগ্য ভাল নয়
একদিন তার স্ত্রী একজনের 
সঙ্গে ঘর ছাড়ল।
কার স্ত্রী, কার স্ত্রী ?
একটা মস্ত হস্তবিদের স্ত্রী ।




ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng

এই ব্লগটি সন্ধান করুন