kobi soumen debnather kobita eka eka


 
kobi_soumen_debnather_kobita_eka_eka


একা একা

সৌমেন দেবনাথ 


একা একা হাটি আমি
একা একা চলি,
একা একা পুড়ি আমি
একা একা জ্বলি।

একা একা কাঁদি আমি
একা একা হাসি,
একা একা ডুবি আমি
একা একা ভাসি।

একা একা বাঁচি আমি
একা একা মরি,
একা একা উড়ি আমি
একা একা ঝরি।

একা একা গড়ি আমি
একা একা ধ্বসি,
একা একা থাকি আমি
একা দেখি শশী।

একা একা বাঁধি আমি
একা একা ভাঙি,
একা একা রংহীন আমি
একা একা রাঙি।

একা একা সুখী আমি
একা একা দুখী,
একা একা ভূগী আমি
এক একা রুখী।

একা একা বলি কথা
একা একা নাচি,
একা একা যায় না থাকা
একা একা আছি। 

একা একা হতাশ আমি
হাসে পাছে দশে,
মনকে একাই সান্ত্বনা দিই
মনকে রাখি বশে।


যশোর, বাংলাদেশ থেকে 
Previous
Next Post »

এই ব্লগটি সন্ধান করুন