kobi mrityunjoy halder er kolome kobita shunyo shoshodhare


kobi_mrityunjoy_halder_er_kolome_kobita_shunyo_shoshodhare

শূন্য শশধরে

মৃত্যুঞ্জয় হালদার


কিভাবে যে করবো শুরু আলাপ
ভেবে ভেবেই রাত্রি নেমে এলো
চোখের পাতায় ক্লান্ত কলরব
শরীর যখন শয্যা খুঁজে পেল।

এইতো সেবার শ্রাবণ সন্ধ্যেবেলা
আলগোছে সুখ অনাড়ম্বরে
উসখুস মন খেলা ভাঙার খেলা
করলো কেমন গড়লো একা ঘরে।

আমোদহীন আলাপ আকাশ হতে
ঝরেনি শ্রাবণ সান্ধ্যসহবাসে
সহসা সোহাগ শর্ত ভাঙা স্রোতে
শরীরে হঠাৎ আমোদ আগুন ভাসে।

আজ কি আদর আঘাত আশাহত
নিশিভাগে তিলে তিলে করবে আমায় ক্ষত
তাই যদি হয় শূন্য শশধরে
রাখবো কায়া এবং যাবো মরে!
...............................................................✍️
Previous
Next Post »

এই ব্লগটি সন্ধান করুন