kobi chayan dutt er kolome kobita lalche khanik ava

 
kobi_chayan_dutt_er_kolome_kobita_lalche_khanik_ava

লালচে খানিক আভা

চয়ন দত্ত

----------------------------------------

সেই এলোমেলো স্বপ্ন-হাওয়া, পাতাদের ঝিরঝিরানি,
সেই একসাথে চড়াই- উতরাই,
একসাথে পথ চলার প্রতিশ্রুতি,
কতো মান-অভিমান,কতো মনকেমন......
সেই রোদ মাখানো দিনযাপন ----
হঠাৎ, কেমন যেন হারিয়ে গেল,
দমকা বাতাসের মতো !

এখন ভরা বসন্ত,
তবু, শুকিয়ে গেল তোমার দেওয়া ওই গোলাপের ফুলখানা,
শুধু রেখে গেল ---
স্মৃতির মতো গন্ধ মাখা লালচে খানিক আভা ।।



                                                      ধন্যবাদ ।।


Previous
Next Post »

এই ব্লগটি সন্ধান করুন