kobi amit kumar janar kolome kobita jibon probah

kobi_amit_kumar_janar_kolome_kobita_jibon_probah


জীবন প্রবাহ

 অমিত কুমার জানা


এভাবেও থাকা যায়?
নির্লিপ্ততার মোড়কে বন্দী হয়ে
সংগোপনে ক্ষয়ে ক্ষয়ে!
অশ্রু সিক্ত আঁখি যুগল
ভুলেছে স্বপ্নের কলরোল,
তবুও রয়েছি সয়ে সয়ে।
রাতের স্নিগ্ধ আকাশে
তারারা মিটিমিটি হাসে।
তবুও অবদমিত যাতনারা
গহীন আঁধারের মতো করে
অসহ অট্টহাসি হাসে।
অনিচ্ছায় বিবর্ণতা মেখে 
নৈরাশ্যকে বুকে ঢেকে,
রয়ে গেছি কত পিছিয়ে।
এভাবেও চলমান জীবনপ্রবাহ,
নীরবে যুদ্ধ চলে অহরহ।
          -------


Previous
Next Post »

এই ব্লগটি সন্ধান করুন