danri kobitay tirthangkar/কবিতা দাঁড়ি

danri_kobitay_tirthangkar/কবিতা_দাঁড়ি


 দাঁড়ি

তীর্থঙ্কর সুমিত

কয়েকটা দাঁড়ি
সময়ের আপেক্ষিক আদ্রতায়
ভিজেছে মুহূর্তগুলো
কথার সাথে সাথে
মিশে গেছে কথার যন্ত্রণা
পরে আছে বিশ্লেষণের চিহ্নগুলো
কান্না ভেজা দিনে
অজস্র কথা 
একে একে পা বাড়ায়
###
এই বোধ হয় নীল তিমিটা সাঁতরে যাবে আর একটা সাগরে।


 
Previous
Next Post »

এই ব্লগটি সন্ধান করুন