অস্থিরতার চাদর কবি পাভেল আমন

 
অস্থিরতার_চাদর_কবি_পাভেল_আমন

অস্থিরতার চাদর 

পাভেল আমন 


অস্থিরতার চাদরে আবৃত 
দেহ-মন-প্রাণ 
জীবন ঘুড়ি লাঠাইয়ের সুতো ছিঁড়ে 
নিরুদ্দেশের ঠিকানায়,
ধরণীর কোনায় কোনায় জমে গেছে 
জঞ্জালের বিশালাকায় স্তুপ 
পরিবেশের স্নিগ্ধতায় ঘনীভূত 
মহা দূষণের নিগূঢ় কুয়াশা।
সবকিছুতে নিরন্তর ভর করছে 
বিপর্যয়ের নিদারুণ সহবস্থান 
জীবনের সহজাত স্বাভাবিকতা 
শঙ্কার করাল গ্রাসে সহসা দমবন্ধ
চারিদিকে বিপদ ঘন্টার তীব্র নিনাদ!
অনুভূতির নান্দনিক স্পন্দন 
ভয়ের দাপটে ছন্দহীন 
সাজানো জীবন খাঁচা বন্দি পাখি।
দুর্বার সঙ্কটের মায়াবী জাল 
গ্রাস করছে ভারসাম্যের সুস্থতা, 
নিমেষেই বানভাসি বাঁচার অধিকার 
অস্থিরতার নিকষ আঁধারে-
মনুষ্য প্রাণ নিরাশার আতান্তরে 
তবুও দপ করে নিভানোর পূর্বে 
আবারো আঁকড়ে ধরার স্বপ্নে বুঁদ
মনোবলের পুনরুজ্জীবনে- 
ঝেড়ে ফেলে অস্থিরতার ভারী চাদর।


Previous
Next Post »

এই ব্লগটি সন্ধান করুন