খোঁজ
নির্মলেন্দু কুণ্ডু
অন্ধকার কোণে দাঁড়িয়ে
এখনও খুঁজে চলি চকমকি,
সভ্যতাকে স্বেচ্ছায় বিসর্জন দিয়েছি,
নাকি আমিই হয়েছি
সভ্যতা-নির্বাসিত ?
আলোগুলোকে দূর নীহারিকা মনে হয়,
বা নিদেনপক্ষে অস্তায়মান তারা,
তারপরই ডুব দিই আঁধারকূপে ৷
খুঁজে চলি পরশপাথর
কিন্তু হাত থাকে শূন্য !
জীবনের অঙ্ক মেলাতে গিয়েও
মেলে পরাভব,
তাই যেন অশেষ এ খোঁজ—
বিজয়ের,
বেঁচে থাকার...
ConversionConversion EmoticonEmoticon